মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ন
আজকের দিগন্ত প্রতিবেদকঃ— আশুলিয়ায় থানার চৌকস পুলিশ অফিসার এসআই রামকৃষ্ণ দাস রিকশা চালক সেজে অপহৃত ব্যক্তিকে উদ্ধার এবং অপহরকারীদের গ্রেপ্তার করাতে অভিযান পরিচালনার সময় দ্রুতগামী বাসের ধাক্কায় গুরুতর আহত হন । তার সঙ্গে ছিলেন একজন এএস আই ও একজন পুলিশ সদস্য।
এ সময় আহত এসআই রামকৃষ্ণ দাসতে দ্রুত উদ্ধার করে তাকে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
অভিযানে সাথে থাকা আশুলিয়া থানার পুলিশ সদস্য লাল মিয়া বলেন, এসআই রাম কৃষ্ণ দাস রিকশা চালাচ্ছিলেন। এসময় পিছন থেকে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে রিক্সাটি নিয়ন্ত্রন হারিয়ে পাশের পিলারের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এসময় তিনি গুরুতর আহত হন এবং তার একটি পা ভেঙ্গে যায়।
এ ব্যাপারে আশুলিয়া থানার এএসআই আসাদ জানান, অভিযানে সঙ্গী হিসেবে আমি ও এক পুলিশ সদস্য পিছনের রিকশায় ছিলাম। স্যার ছিলেন সামনে। সেই রিকসায় ছিলেন অপহৃত ব্যক্তির স্ত্রী। এসময় বাসের ধাক্কায় স্যার ও যাত্রী হিসেবে থাকা নারীও আহত হন । তিনি আরও জানান, এ্যাপোলো হাসপাতালে এসআই রামকৃষ্ণের পায়ে অপারেশন করা হচ্ছে। তার বাম পায়ের একাধিক জায়গায় হাড় ভেঙ্গে গেছে বলে চিকিৎসক জানিয়েছেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply