রবিবার, ০৪ Jun ২০২৩, ০৬:৫৮ পূর্বাহ্ন
ঝালকাঠি (রাজাপুর) থেকে মোঃ সাইদুল ইসলামঃ— ঝালকাঠির রাজাপুর উপজেলা মৎস্য দপ্তরের আওতায় সরকারী পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বিত্তরা। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরে বাইপাশ মোড় এলাকার সরকারী পুকুরের চাষকৃত মাছ মরে ভেসে উঠতে থাকে। মাছ নিধনের উদ্দেশ্যে রবিবার রাতের যেকোন সময় বিষাক্ত পদার্থ প্রয়োগ করা হয়েছে বলে ক্ষতিগ্রস্থদের অভিযোগ।
স্থানীয়রা জানান, মাছ নিধনের উদ্দেশ্যে রবিবার রাতে সরকারী পুকুরে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে ৬০-৭০ হাজার টাকার চাষকৃত মাছ নিধন করেছে। চলতি বছরে এলাকার মোঃ মনিরুজ্জামান রেজোয়ান, শহিদুল জমাদ্দার, মিঠুন চক্রবর্তী ও রব্বানী সহ এলাকার যুবসমাজ এই সরকারী পুকুরে মাছ চাষ শুরু করেছে। এখানে তেলাপিয়া, রুই, কাতলা সহ দেশীয় মাছ চাষ করেন।
চাষী মনিরুজ্জামান রেজোয়ান জানান, বিগত ১৫-২০ বছর পর্যন্ত পুকুরটি এলাকার আবদুল মালেক কাকার তত্ত্বাবধানে ছিল। চলতি বছরে আবদুল মালেক কাকা এই পুকুরটির দায়িত্ব আমাদের যুবসমাজের তত্ত্বাবধানে দেয়। আমরা চারজন সহ এলাকার যুবসমাজরা মাছ চাষ শুরু করেছি। বিগত ২০ বছরেও কোন দিন এই রকমের কোন ঘটনা ঘটেনি। কে বা কাহারা রাতের আধারে পুকুরে বিষ দিয়ে পুকুরের মাছ নিধন করেছে। এতে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুল বাশার জানান, আমি ঘটনা স্থানে গিয়ে পুকুরের পানি পরিক্ষা করে দেখেছি পুকুরে যে কোন বিষাক্ত পদার্থ প্রযোগ করা হয়েছে, যে কারণে পুকুরের মাছগুলো মারা গেছে। পুকুরের তত্ত্বাবধানে যারা আছেন তাদের থানায় ডাইরি করার জন্য বলা হয়েছে এবং আইনী ব্যবস্থা নেয়া হবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply