রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১০:১১ পূর্বাহ্ন
রাঙ্গুনিয়া থেকে মুহাম্মদ দেলোয়ার হোসাইনঃ— চট্টলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন কর্ণফুলী ক্রীড়া পরিষদ”র উদ্যোগে মহান বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় বাচাঁ বাবা মহোত্তরখীল ফুটবল একাডেমি চন্দ্রঘোনা মরহুম ইউনুস মিয়া ফুটবল একাডেমিকে পরাজিত করে বিজয়ী হয়।
আরও পড়ুনঃ সারা দেশের ন্যায় রাঙ্গুনিয়াতে শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
আজ শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে পোমরা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে কর্ণফুলী ক্রীড়া পরিষদ’র প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক আলহাজ্ব আবদুল করিম চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক ফুটবলার আবদুল্লাহ আল মামুন সঞ্চালনায় খেলা শুরুর পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, পোমরা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মোতালেব বাবুল, উদ্বোধনী বক্তব্যে রাখেন, পোমরা উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য জোনাইদুল আলম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী ক্রীড়া পরিষদের আহবায়ক আলহাজ্ব আহমদ আলী নঈমী, বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক কমান্ডার। পোমরা কেএফডি মানবাধিকার কমিশনের সভাপতি কেএ মুসা প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, কর্ণফুলী ক্রীড়া পরিষদের ফুটবলার পোমরা মানবাধিকার কমিশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্বাস আলী মুন্না , রাশেদ হাছান, প্রকৌশলী সালামত আলী, সেলিম উদ্দীন, হেলাল উদ্দিন, সিরাজুল ইসলাম, যুবলীগ নেতা ফজল করিম প্রমুখ।
টানটান উত্তেজনা খেলায় বাচাঁ বাবা ফুটবল একাডেমি চন্দ্রঘোনা মরহুম ইউনুস মিয়া ফুটবল একাডেমিকে ৩-১ গোলে পরাজিত করে বিজয়ী হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply