বুধবার, ০১ ফেব্রুয়ারী ২০২৩, ০১:১৪ অপরাহ্ন
চট্টগ্রাম (রাঙ্গুনিয়া) থেকে মুহাম্মদ দেলোয়ার হোসাইনঃ— চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাধীন মরিয়ম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার মুহাম্মদ শাহ শাওন উপজেলা পর্যায়ে চতুর্থবারের মত শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ ) নির্বাচিত হয়েছেন।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ এ রাঙ্গুনিয়া উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে পরীক্ষার পর যাচাই বাছাইয়ে শেষে তাঁকে এই নির্বাচন করে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে ঘোষনা করেন উপজেলা শিক্ষা অফিস।
আজ শনিবার (৩০ নভেম্বর) বিকালে উপজেলা শিক্ষা অফিসস্থ স্বাক্ষাতে তাঁর এ অর্জন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ” আমি ক্লাসে গণিত বিষয়ে পাঠদান করি, আমি ক্লাসে শিক্ষার্থীদের সন্তানের মত দেখাশোনা করি, তাদেরকে সর্বোচ্চ পাঠদান মাধ্যমে পড়ানোর চেষ্টা করি। মরিয়ম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আমার ১৬ বছর শিক্ষা জীবনে আলহামদুল্লিহ! প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় গণিত বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে থাকে যা বিদ্যালয়ের ফলাফলে বিশেষ অবদান রাখে। বিদ্যালয়ের সার্বিক বিবেচনা করে আজকে আমাকে চতুর্থবারের মত আবার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক(পুরুষ) হিসেবে মনোনীত করেছে।
উল্লেখ্য যে, মুহাম্মদ শাহ শাওন তাঁর ২০ বছর শিক্ষা জীবনে ২০১৯ সালের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়া ছাড়াও ২০১৩, ২০১৫ ও ২০১৭ সালের সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। তিনি একই উপজেলাধীন মরিয়ম নগর পূর্ব সৈয়দ বাড়ি গ্রামে মরহুম মুহাম্মদ হোসেন সন্তান।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply