বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৩, ০১:৩৪ পূর্বাহ্ন
চট্টগ্রাম (রাঙ্গুনিয়া) থেকে মুহাম্মদ দেলোয়ার হোসাইনঃ— চট্টগ্রামের রাংগুনিয়ার ঐতিহ্যবাহী রেশাই পাড়া ঈদ-এ মিলাদুনৃনবী (দ.) উদযাপন কমিটির উদ্যোগে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২ নভেম্বর সকালে পোমরা জামেউল উলুম ফাযিল ময়দান থেকে শুরু হয়ে পোমরার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়।
জশনে জুলুছ শেষে সংক্ষিপ্ত পরিসরে মিলাদ ও দোয়া মাহফিল উদযাপন কমিটির সভাপতি মাওলানা আলীশাহ নেছারী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুজিবুর হক কুতুবী, আরবী প্রভাষক নুরুল ইসলাম, ইসলামের ইতিহাস প্রভাষক মাওলানা কুতুব উদ্দিন,মাওলানা আবদুল কাদের, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা এয়াতুব, রোশাই পাড়ার পঞ্জায়েত কমিটির হাফেজুর রহমান মেম্বার, প্রধান কবির আহমদ তালুকদার, সদস্য হাজী ছালেহ আহমদ, সদস্য আকতার হোসাইন, সদস্য জসিম উদ্দীন, আবদুল কুদ্দুস, উদযাপন কমিটির সাধারন সম্পাদক দুলা মিয়া সও, সহ সাধারণ সম্পাদক আহসান উল্লাহ, যুগ্ম সম্পাদক মুহাম্মদ রাশেল, গোলাম কিবরিয়া টিপু, ফারুক শাহ, জাফর অাহমদ,অর্থ সম্পাদক মুহাম্মদ হোসেন, আজিম উদ্দীন প্রমুখ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply