বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৩, ০১:০৬ পূর্বাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ— পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মাছ ধরতে গিয়ে ট্রলার থেকে পরে পারভেজ খাঁন (৩৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছে। শনিবার ভোর রাতে উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের ডিগ্রী নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ পারভেজ চালিতাবুনিয়া ইউনিয়নের গরুভাঙ্গা গ্রামের মোঃ নুরু খাঁনের ছেলে।
জানা গেছে, ইলিশ মাছ শিকারের জন্য শুক্রবার রাতে একটি ট্রলার নিয়ে ডিগ্রী নদীতে যায় পারভেজসহ চারজন জেলে। মাছ শিকারের একপর্যায়ে শনিবার ভোর রাতে প্রচন্ড ঢেউয়ের তোরে ট্রলার থেকে নদীতে পরে যায় পারভেজ। এর পর থেকে নিখোঁজ রয়েছে সে।
রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ আলী আহম্মেদ জানান, ঘটনাটি কেবল শুনেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply