মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১২:১৭ অপরাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ— পটুয়াখালীর রাঙ্গাবালীতে চাঁদা চাওয়ায় ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে জামাল হাওলাদার (৩৫) । জামাল হাওলাদার হচ্ছেন উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা গ্রামের ওয়াহেদ হাওলাদারের ছেলে। আসামীরা হচ্ছেন নুরুল হক প্যাদা, মজিবর প্যাদা, নুর জামাল প্যাদা, সবুজ প্যাদা, রিয়াজ প্যাদা, জুয়েল প্যাদা, নাজমুল প্যাদা ও বিপ্লব শরীফ।
গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ (ওসি) ৭২ ঘন্টার মধ্যে এজাহার নেয়ার নির্দেশ দেন। রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মদ জানান, মামলা হয়েছে।
জামাল হাওলাদার জানান, আমি একজন মৎস্য ব্যবসায়ী। আমার কাছে চাঁদার টাকা দাবি করে আমি না দিলে আমাকে মেরে ফেলবে বলে হুমকী দেয়। তাই আমি আদালতে মামলা করি। আমি আদালতে মামলা করায় আসামীরা ক্ষিপ্ত হয়ে গতকাল মঙ্গলবার বিকেলে গলাচিপার চৌরাস্তা নামক স্থানে হাতে থাকা দাঁ দিয়ে কুপিয়ে ১ লক্ষ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মোস্তফা সিকদার বলেন, জামালের মাথায় ৩ টি সেলাই আছে। আমার চিকিৎসাধীনে হাসপাতালে ভর্তি আছে। জামাল হাং এর স্ত্রী লাকি বেগম জানান, আসামীরা সকলে সন্ত্রাস, চাদাঁবাজ, দাঙ্গাবাজ, জুলুমবাজ, পরসম্পদলোভী । এদের নামে রাঙ্গাবালী থানায় একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে চরমোন্তাজ ইউনিয়নের চেয়ারম্যান হানিফ মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply