বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৬ পূর্বাহ্ন
নাটোর বাগাতিপাড়া থেকে আরিফুল হক রুবেলঃ— নাটোরের বাগাতিপাড়ায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে মামলার হুমকি দেয়া সেই প্রকৌশলি ইউনূস আলীর বিরুদ্ধে মানববন্ধন ও পথ সভা করেছে বাগাতিপাড়ার স্থানীয় সাংবাদিকরা। পূর্ব নির্ধারিত কর্মসুচির অংশ হিসেবে শনিবার বিকেলে উপজেলার বিহারকোল বাজারে এই মানববন্ধন ও পথ সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ পটুয়াখালী র্যাব-৮, সিপিসি-১ কর্তৃক ০৩ ইট ভাটায় অভিযান ৩ লক্ষ টাকা অর্থদন্ড
বাগাতিপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় সদস্য বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মিজানুর রহমান, বাগাতিপাড়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আল-আফতাব খাঁন সুইট, উপজেলা ওয়ার্কার্স পার্টির সহ-সভাপতি মশিউর রহমান মানিক, নাটোর জেলা ছাত্র মৈত্রীর সভাপতি তোসাদ্দেক সরকার তিতাস, এ্যাড. হাসান সৈকত, রাজশাহীর সময় প্রতিনিধি অনিক মাহমুদ, সমাক এর সাধারণ সম্পাদক আরিফুল হক রুবেল, শিক্ষক আব্দুল বারী সহ প্রমূখ। পথসভায় বক্তারা এঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তদন্ত করে প্রকৌশলি ইউনূস আলীর বিচারের দাবি জানান।
আরও পড়ুনঃ পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থার ৬ষ্ঠ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
উল্লেখ্য গত বৃহস্প্রতিার (২৬ ডিসেম্বর) দুপুরের বিহারকোল-আড়ানী সড়ক নির্মাণের কাজের গালিমপুর পয়েন্টে কার্পেটিংয়ের কাজের ভিডিও ধারণ করছিলেন স্থানীয় সাংবাদিক মিজানুর । সে সময় নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সহকারী প্রকৌশলী ইউনূস আলী সাংবাদিক পরিচয় পেয়েই তিনি ক্ষিপ্ত হয়ে সাংবাদিক মিজানের হাত থেকে ভিডিও ধারনের মোবাইল ফোনটি কেড়ে নেন। অনুমতি না নিয়ে ভিডিও ধারণ করায় সাংবাদিক মিজানকে আইসিটি আইনে মামলার হুমকি দেন ওই প্রকৌশলী । মোবাইল ফোনটি ফেরত চাইলে ফোনটি পুলিশে হস্তান্তর করা হবে বলে জানান তিনি। এরপর ধারণ করা ভিডিও ডিলিট করে মোবাইল ফোনটি ফেরত দেন সাংবাদিক মিজানকে। এরপর সড়কের নির্মাণকাজ সম্পর্কে সাংবাদিক তার কাছে তথ্য চাইলে প্রকৌশলী ইউনূস তা দিতে পারবেনা জানিয়ে তথ্য অধিকার আইনে অফিসিয়াল প্রসেসে নেওয়ার কথা বলেন। এ ঘটনার পরদিন শুক্রবার বাগাতিপাড়া থানায় জিডি করেন ভুক্ত ভুগী সাংবাদিক। একই দিনে এঘটনার প্রতিবাদ জানিয়ে সভা করেন স্থানীয় প্রেস ক্লাব।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply