মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন
মোংলা (বাগেরহাট) থেকে সজল দাসঃ— গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে আটক করেছে মংলা কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোন। এসময় তার কাছ থেকে ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রবিবার (১৮ আগস্ট) সকালে খান জাহান আলী সেতু এলাকায় অভিযান চালিয়ে হৃদয় খান (১৮) নামের ওই শিক্ষার্থীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে মংলা কোস্টগার্ডের গোয়েন্দা দপ্তর।
মংলা কোস্টগার্ড বাহিনীর গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ জানান, শনিবার (১৭ আগস্ট) রাত ১১ টার দিকে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে কোস্টগার্ডের গোয়েন্দা দপ্তরে। অপর প্রান্ত থেকে জানানো, খান জাহান সেতুর নিচে রুপসা নদীর পাড়ে একদল উৎশৃঙ্খল যুবক প্রায়ই কলেজের মেয়েদের ইভটিজিং করা সহ বিভিন্ন ধরনের মাদক কেনা বেচার সাথে জড়িত। এমন সংবাদ জানার পর ওই দিন রাত থেকেই ওই এলাকায় ছদ্মবেশে অবস্থান নেয় কোস্টগার্ডের সদস্যরা। রবিবার সকালের দিকে ওই এলাকায় কিছু সংখ্যক যুবককে একসাথে দেখে কোস্টগার্ড সদস্যরা তাদের কাছে ডাকলে তারা দৌড়ে পালাতে শুরু করলে একজনকে ধাওয়া করে আটক করা হয়। আটক হওয়ার পর সে এবং তার টিমের আরো কয়েকজন দেশের বিভিন্ন এলাকায় মাদক পাচারের সাথে জড়িত বলে কোস্টগার্ডের কাছে স্বীকার করেছে হৃদয়।
আটক হৃদয় খান রুপসা উপজেলার পূর্ব বাগমারা গ্রামের দ্বীন ইসলামের পুত্র। সে স্থানীয় একটি কলেজে অধ্যায়নরত বলে জানা গেছে। আটক হৃদয় খানের বিরুদ্ধে রুপসা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হওয়ার পর তাকে জেলা হাজতে পাঠানো হয়েছে।
কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ আরো জানান, সুন্দরবন সংলগ্ন এলাকাসমূহে আইনশৃংখলা নিয়ন্ত্রন, জননিরাপত্তার পাশাপাশি মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের বিরুদ্ধে কোস্টগার্ড বাহিনী নিয়মিত অভিযান অব্যহত রয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply