বুধবার, ০১ ফেব্রুয়ারী ২০২৩, ১১:৪২ পূর্বাহ্ন
মেহেরপুর থেকে তৌহিদুল ইসলাম তুহিনঃ— তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওয়তায় জেন্ডার এ্যাকশন প্ল্যান বাস্তবায়নে লক্ষে নারী জাগরণ পথিকৃত প্রথিত যশাঃ বেগম রোকেয়া স্মরণে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুর পৌরসভার উদ্যোগে একটি র্যালি বের হয়।
মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বর্ণাঢ্য র্যালির নেতুত্ব দেন। র্যালিটি পৌরসভা প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, জাফর ইকবাল, সচিব তৌফিকুর রহমান প্রমূখ। এসময় কাউন্সিলর নুরুল আশরাফ রাজিবসহ বিভিন্ন পেশার মানুষ র্যালিতে অংশ নেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply