রবিবার, ০৪ Jun ২০২৩, ০৫:৫৫ পূর্বাহ্ন
মেহেরপুর থেকে তৌহিদুল ইসলাম তুহিনঃ— মেহেরপুরের ভাষা সৈনিক নজীর হোসেন বিশ্বাস আর নেই। শনিবার একটা’র দিকে সদর উপজেলার পিরোজপুর গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।
দীর্ঘদিন ধরে তিনি মস্তিস্কের পক্ষাঘাত ও বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামন খোকন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুণ, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
বুকের তাজা রক্ত ঢেলে অর্জিত আমাদের মাতৃভাষা। ভাষার দাবিতে অনেকেই খেটেছেন জেল। রক্তের দাম দিতেই বাংলা ভাষা আজ আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃত। সেই ভাষার জন্য মেহেরপুরের যে কয়জন মানুষ আন্দোলন করেছিলেন নজীর হোসেন বিশ্বাস তাদের মধ্যে অন্যতম।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply