বুধবার, ০১ ফেব্রুয়ারী ২০২৩, ০১:১৪ অপরাহ্ন
গাইবান্ধা (গোবিন্দগঞ্জ) থেকে মোঃ আব্দুস সোবহানঃ— গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাহেবগঞ্জ ইক্ষু খামার কার্যালয়ের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভুমি উদ্ধার সংগ্রাম কমিটির সাঁওতাল বাঙ্গালী লোকজন। সংগ্রাম কমিটির নেতা আব্দুল খালেককে খামারে নিযুক্ত আনসার সদস্যরা মারপিট করে আহত করার প্রতিবাদে তারা গতকাল রোববার বেলা ১০ টা থেকে ১২ টা পর্যন্ত অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।
সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম জানান, কাজের সন্ধানে খামার কার্যালয় সংলগ্ন পুকুরের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় খামারে নিযুক্ত আনসার, পুলিশ ও খামারের কর্মকর্তা-কর্মচারী তার ওপর হামলা করে এবং বেদম মারপিট করে গুরুতর আহত করে।
এ ব্যপারে রংপুর চিনিকলের মহাব্যস্থাপক রফিকুল ইসলাম বলেন, খামারের একটি পুকুরে জোর করে একদল লোক মাছ ধরার চেষ্টা করছিল। এসময় দায়িত্বরত আনসার তাদেরকে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে আনসার বাহিনীর রাইফেল ধরে টানা হেচরা করে। এসময় আনসারের ধাক্কাায় পড়ে গিয়ে একজন আহত হয়, মারপিটের কোন ঘটনা ঘটেনি।
খবর পেয়ে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন ও থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আফজাল হোসেন ঘটনাস্থলে পৌছে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যাবস্থা গ্রহণের আশ্বাস দিলে প্রায় ২ ঘন্টা পর বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply