রবিবার, ০৪ Jun ২০২৩, ০৭:১৫ পূর্বাহ্ন
আজকের দিগন্ত প্রতিবেদকঃ— থানায় এসে মানুষ যেন ন্যায়-বিচার পায় সেজন্য পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন নবনিযুক্ত ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ মারুফ হোসেন সরদার বিপিএম, পিপিএম। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ঢাকা জেলা পুলিশ সুপার বলেন, এখন থেকে ঢাকা জেলায় কোন মাদক বেচাকেনা চলবে না। কেউ এই জেলায় মাদক ব্যবসা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ নির্মূলের পাশাপাশি মহাসড়কে ডাকাতি রোধেও পুলিশ অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
ঢাকা জেলার নতুন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার মারুফ হোসেন সরদার আরও বলেন, মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করাসহ ঢাকা জেলার সকল ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রাখার জন্য সচেষ্ট থাকবেন বলেও জানান তিনি।
এসময় পুলিশ সুপার বলেন, ঢাকা জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে সমন্বয়ের জন্য ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাই এই তিন থানার জন্য একটি এবং কেরানীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জ এই তিনটি থানার জন্য আরো একটি মিডিয়া সেল খোলা হবে। আগামী এক সপ্তাহের মধ্যে এই জেলায় কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে এই পরিকল্পণা বাস্তবায়ন করা হবে। সাংবাদিকরা যেন সঠিক এবং আপডেট তথ্য পায় এ জন্য মিডিয়া সেলে একটি নির্দিষ্ট নাম্বার দেওয়া থাকবে। এখানে কল করা মাত্রই সহজেই যে কোন তথ্য সাংবাদিকদের প্রদান করা হবে। কারণ সকলের সম্মিলিত সহযোগীতা ছাড়া অপরাধ দমন করা সম্ভব নয়।
তার সঙ্গে উপস্থিত ছিলেন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) সাইদুর রহমান, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তাহমিদ আহমেদ, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ রিজাউল হক দিপু, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এএফএম সায়েদ, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দীপক চন্দ্র সাহা ও ঢাকা উত্তরের ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশারসহ অন্যান্য কর্মকর্তাগণ।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট ঢাকা জেলার এসপি শাহ মিজান শাফিউর রহমান পদোন্নতিতে অতিরিক্ত ডিআইজি হিসাবে দায়িত্ব প্রদান করা হয় এর দুই সপ্তাহের মাথায় মারুফ হোসেন সরদারকে ঢাকা জেলা পুলিশ সুপার এ পদে দায়িত্ব দেওয়া হয়। নতুন দায়িত্বভার গ্রহণের পূর্বে মারুফ হোসেন সরদার ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply