মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৪:০২ অপরাহ্ন
নাটোর থেকে মোঃ রাজিবুল ইসলাম বাবুঃ— নাটোরের নবাগত পুলিশ সুপার লিটন কুমার সাহা পিপিএম বার বলেছেন, মাদক-দূর্নীতির বিরুদ্ধে পুলিশকে শক্ত অবস্থানে থাকতে হবে। কোনভাবে এসব বিষয়ে সহজ করে দেখার সুযোগ নেই। নাটোর জেলাকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দূর্নীতি মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। তবে যেকোন বিষয় থানায় জানাতে সমস্যা হলে মোবাইল ফোনে তাঁকে জানাতে সাধারন মানুষকে অনুরোধ করেছেন তিনি।
বুধবার বিকালে জেলা পুলিশের আয়োজনে বাগাতিপাড়া মডেল থানা চত্ত্বরে সাধারন মানুষের সাথে এক বিশেষ মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
সভায় ইমাম-মুয়াজ্জেম, শিক্ষক, সাংবাদিক, গ্রাম পুলিশ, জনপ্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। ওই মতবিনিময় সভায় মডেল থানার ওসি সিরাজুল ইসলাম শেখ পিপিএম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আকরামুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আবু হাসনাত, উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল প্রমুখ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply