মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ন
নরসিংদী (শিবপুর) থেকে আনোয়র হোসেন স্বপনঃ— শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংর্বধনা দেওয়া হয়েছে। সংর্বধনা অনুষ্ঠান শেষে উপজেলার ২৭১জন বীর মুক্তিযোদ্ধাদেরকে মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন বলেন ৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা বলে পরিচয় দিতে পারতেন না। ৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর মুক্তিযোদ্ধাদেকে সম্মানীত করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । যতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে ততদিন মুক্তিযোদ্ধার সম্মান পাবে। স্বাধীনতা বিরোধী শক্তিরা যেন ক্ষমতায় আসতে না পারে সেজন্য সকল মুক্তিযোদ্ধাদেরকে সজাগ থাকতে হবে।
সংর্বধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন করীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশীদ খান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ সিরাজ উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার আবদুল মোতালীব খান, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আবদুল বাতেন মাস্টার, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন স্বপন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি বিপ্লব চক্রবর্তী, সাধারন সম্পাদক অপু সারোয়ার খান, শিবপুর অনলাইন প্রেসক্লাবের সাংবাদিক ইলিয়াছ হায়দারসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়নের মুক্তিযোদ্ধারা এসময় উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply