শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৮ পূর্বাহ্ন
নাটোর থেকে মোঃ রাজিবুল ইসলাম বাবুঃ— নাটোরের বড়াইগ্রামে মশাবাহিত ডেঙ্গুরোগ সহ বিভিন্ন রোগ প্রতিরোধ মশা নিধন ও পরিষ্কার পরিচ্ছন্ন এবং বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে বড়াইগ্রাম পৌরসভার আয়োজনে পৌরসভার হলরুমে পৌর সচিব মোঃ জালাল উদ্দিনের উপস্থাপনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র আব্দুল বারেক সরদার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পরিতোষ রায়, পৌরসভার প্যানেল মেয়র জালাল উদ্দিন, বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মাহাবুব রহমান, পৌর আওয়ামী লীগেরর সভাপতি আব্দুর রাজ্জাক সরকার। অন্যদের মাঝে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কাউন্সিলর আবু হানিফ শেখ, কাউন্সিলর আব্দুল জব্বার, কাউন্সিলর আব্দুস সামাদ সরকার, পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, পূজামণ্ডপের সভাপতি সেক্রেটারি এবং মসজিদের ইমাম গণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অপরিচ্ছন্নতার জন্য ডেঙ্গুসহ নানা ধরনের রোগ সৃষ্টি হয় তাই বিভিন্ন রোগ প্রতিরোধ মশা নিধন ও পরিষ্কার পরিচ্ছন্ন এবং বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply