শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৮:৩৪ পূর্বাহ্ন
সিরাজগঞ্জ (কাজিপুর) থেকে মোহাম্মদ আশরাফুলঃ— সিরাজগঞ্জের কাজিপুরে শুক্রবার (২০ ডিসেম্বর) প্রতি বছরের ন্যায় এবারও নদী ভাঙ্গন কবলিত এলাকার চতুর্থ শ্রেণীর কোমলমতি মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে উত্তরবঙ্গের জনপ্রিয় সামাজিক সংগঠন ‘ভয়েস অব কাজিপুর’। গত কয়েক বছর যাবৎ এই প্রতিষ্ঠানের উদ্যোগে ও অর্থায়নে কাজিপুর উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ শার্শায় শহিদের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ
কাজিপুর আর.ডি উচ্চ বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে সকাল ১০.৩০ মিনিটে পরীক্ষা শুরু হয় এবং ১২.৩০ মিনিটে পরীক্ষা শেষ হয়।শতকরা ২০ জন শিক্ষার্থীদের বৃত্তি প্রদাণ করা হবে বলে জানান বৃত্তি কর্তৃপক্ষ। আগামী ২১ ফেব্রুয়ারী ২০২০ তারিখে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ (শিক্ষা উপকরণ, সনদ,ন গদ অর্থ, ক্রেস্ট, বই ইত্যাদি) করা হবে।
আরও পড়ুনঃ শিক্ষা বিস্তার ও শিক্ষা পদকে শ্রেষ্ঠত্ব অর্জনে ইউএনও সুজাউদ্দৌলা
বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বাবু, প্রতিষ্ঠাতা আশকার পাইন, সহ সভাপতি রাশেদুল হক, সহ সাধারণ সম্পাদক রেজাউল হক মুন্না, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আবুল কাশেম, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আবু শাহীন আজাদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আশা সরকার, কার্যকরী সদস্য হেলাল উদ্দিন, কোষাধ্যক্ষ ওবায়দুল আল আমীন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খুশু, পাঠাগার বিষয়ক সম্পাদক আতাউর রহমান, সাধারণ সদস্য নুরুল ইসলাম সহ প্রমুখ ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply