মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১১:১১ পূর্বাহ্ন
কিশোরগঞ্জ থেকে এমদাদুর রহমানঃ— কিশোরগঞ্জের ভৈরবে শহীদ আইভি রহমান স্টেডিয়ামে প্রথমবারের মত মুজিব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে জাতীয় পতাকা হাতে হাতে মুজিব সমাবেশে ১২২টি স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রায় ৪ হাজার শিক্ষার্থীরা উপস্থিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমিনের উদ্যোগে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ সাইদুল্লাহ মিয়ার সার্বিক সহযোগিতায় মুজিব সমাবেশের আয়োজন করা হয়।
ইউএনও ইসরাত সাদমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও মুজিব সমাবেশের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোঃ সারওয়ার মোর্শেদ চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ সাইদুল্লাহ মিয়া, পৌর মেয়র এ্যাড. ফকরুল আলম আক্কাছ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা সুলাইমান, প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন কাজল, উপজেলা ভাইস চেয়ারম্যান আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম। এছাড়াও আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply