সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:৫৪ পূর্বাহ্ন
বেনাপোল (যশোর) থেকে মোঃ রাসেল ইসলামঃ— বেনাপোল পোর্ট থানার পুলিশ সোমবার বিকালে খড়িডাংগা নামক স্থানে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ ফরহাদ হোসেন(৩৫)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক ফরহাদ বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের জয়নাল মিস্ত্রির ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু-সালেহ মাসুদ করিম জানান, গোপন সংবাদে জানতে পারি একজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমান ইয়াবা নিয়ে পুটখালী সীমান্ত থেকে বেনাপোলের দিকে যাবে। এমন সংবাদের ভিত্তিতে এএসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিযয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ফরহাদ হোসেনকে হাতে নাতে আটক করেন।
আটক ইয়াবা ট্যাবলেটের মূল্য ৩০ লাখ টাকা বলে জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার ওসি। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে মঙ্গলবার যশোর কোর্ট হাজতে প্রেরন করা হবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply