রবিবার, ০৪ Jun ২০২৩, ০৭:৪৮ পূর্বাহ্ন
বরগুনা (বেতাগী) থেকে অলি আহম্মেদঃ— বেতাগীতে দু’টি ইউনিয়নে কিশোর-কিশোরী ক্লাবের আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় বিবিচিনি ও বেতাগী সদর ইউনিয়নের ক্লাব শুক্রবার ২৭ ডিসেম্বর বিকাল তিনটায় বেতাগী সদর ইউনিয়নের ভোলানাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ইউপি সদস্য মোসাম্মৎ সালেহা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ শাহিনুর বেগম।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রানী গাইন, আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ, জেন্ডার প্রমোটার অলি আহম্মেদ, আরিফুল ইসলাম পলাশ, সংগীত শিক্ষক সঞ্জয় দেবনাথ, কবিতাবৃতি শিক্ষক মিঠুন চন্দ্র দে।
বিকেল চারটায় বিবিচিনি ইউনিয়নের বিবিচিনি সরকারি প্রাথমিক বিদ্যালয় ইউপি সদস্য মোসাঃ আসমিন আক্তারের সভাপতিত্বে অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম হাওলাদার, প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ, জেন্ডার প্রমোটর অলি আহম্মেদ, আরিফুল ইসলাম পলাশ, সংগীত শিক্ষক সুচিত্রা রানী হাওলাদার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সঞ্জয় হালদার।
বিভিন্ন স্তরের প্রান্তিক কিশোর-কিশোরিদের জীবনমান উন্নয়নে ১০ থেকে ১৯ বছর বয়েসী ২০ জন কিশোরী ও দশজন কিশোরদের নিয়ে শুক্র ও শনিবার বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত সংগীত, কবিতা আবৃত্তি ও সচেতনতামূলক বিভিন্ন বিষয়ে ধারণা দেয়া হবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply