শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১১ অপরাহ্ন
বরগুনা (বেতাগী) থেকে আলি আহম্মেদঃ— উপকূলীয় চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় বেতাগী উপজেলার সুফল ভোগীদের মাঝে মুরগি ও শেড বিতরন করা হয়েছে।
আরও পড়ুনঃ এক যুগের বেশী সময় ধরে পরে আছে কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা সিরাজগঞ্জ পৌর আধুনিক বাস টার্মিনাল!
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে শনিবার (৩০নভেম্বর) সকাল ১০টায় বরগুনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, বিশেষ অতিথি প্রাণিসম্পদ দপ্তরে উপ-পরিচালক ডাঃ কানাই লাল স্বর্নকার, উপজেলা চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজীব আহসান, বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির।
আরও পড়ুনঃ পাকুন্দিয়ায় প্রয়াত প্রধান শিক্ষক স্মরণে স্মরণ সভা
এ সময় বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রকল্প পরিচালক নিতাই চন্দ্র দাস, উপ-পরিচালক ডাঃ জিয়াউর হক রাহাত, উপজেলা ভাইসচেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তাফা-আল-রাজিব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শুভংকর, বেতাগী প্রেসক্লাব সভাপতি মোঃ মিজানুর রহমান মজনু, সম্পাদক স্বপন কুমার ঢালী।
আরও পড়ুনঃ বাঁশখালীতে ৪০ জন পাঠক সদস্য পেল আইডি কার্ড ও কুরআন শরীফ
শেষে উপজেলার বিবিচিনি, বেতাগী সদর ও মোকামিয়া ইউনিয়নের ১৫ শত ১৮ জন চরজীবিদের মধ্যে ৫০ জন সুফলভোগীদের তিনদিনব্যাপী প্রশিক্ষণ শেষে জন প্রতি ২০ টি করে ৫০ জন সুফলভোগীর মাঝে উন্নতজাতের মুরগি, ১টি করে মুরগির ঘর ও খাবার বিতরণ করা হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply