শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৮:২৪ পূর্বাহ্ন
দিনাজপুর (বীরগঞ্জ) থেকে হাসান জুয়েলঃ দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা অফিসার্স ক্লাব এর সভাকক্ষে গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপি এর আয়োজনে “গুনগত শিক্ষা ”বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে মূলত গুনগত শিক্ষা অর্জনের জন্য সার্বিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং ইংরেজি শিক্ষার প্রায়োগিক উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।
২ মার্চ (বৃহস্পতিবার) উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহেনা এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ কে এম মাসুদুল হক। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন গুড নেইবারস বাংলাদেশ এর নর্দান এরিয়া প্রধান পিটার তুহিন বৈরাগী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কন্দর্প নারায়ন রায়, মাধ্যমিক শিক্ষা অফিস একাডেমিক সুপারভাইজার আবুল কালাম আজাদ, ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান গোপাল চন্দ্র দেবশর্মা, ২নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ মানিক, ৫নং সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মোঃ নূরল ইসলাম, গুড নেইবারস বাংলাদেশ সিভিপি বীরগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত ম্যানেজার সৃজল তিগ্যা।
উক্ত সেমিনারে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ,মাদ্রাসার সুপার, উচ্চ বিদ্যালয়ের শিক্ষকসহ সমাজের শিক্ষা অনুরাগী ব্যাক্তি, সাংবাদিক এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply