মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন
সুনামগঞ্জ (বিশ্বম্ভরপুর) থেকে আজিজুল ইসলামঃ— সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা ধোপাজান চলতি নদীতে চাদাঁবাজিকালে নগদ সাড়ে সাত হাজার টাকা ও দুইটি ইঞ্জিন চালিত নৌকাসহ ৪জন চাদাঁবাজকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
গ্রেফতারকৃতরা হলেন,মোঃ বাবুল মিয়া(৪৫)। সে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের, ভাতেরটেক গ্রামের মৃত মোঃ মালেক মিয়ার ছেলে, অপরজন একই গ্রামের মোঃ কুরবান আলীর ছেলে মোঃ আব্দুল জব্বার(৪৫), জিনারপুর গ্রামের মৃত মোঃ শাহাব উদ্দিনের ছেলে মোঃ কবির মিয়া(৩৮) ও সৈয়দপুর গ্রামের মৃত কিতাব আলী মোড়লের ছেলে মোঃ কুদরত আলী(৩২)।
রোববার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশের ইন্সপেক্টর মোঃ আতিকুর রহমানের নেতৃত্বে এসআই রিপন চন্দ্র গোপ, এএসআই অনন্ত পাল ও এএসআই মোঃ ফারুকসহ গোয়েন্দা পুলিশের সদস্যরা চলতি ধোপাজান নদীতে অভিযান চালিয়ে নগদ সাড়ে সাত হাজার টাকা ও দুইটি ইজ্ঞিন চালিত নৌকা ও আটক করা হয়। এখন তাদের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলেছে বলে জানান গোয়েন্দা পুলিশের মিডিয়া উইয়িং এর এসআই মোঃ আমিনুল ইসলাম।এ ব্যাপারে ডিবির ওসি কাজি মোক্তাদির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply