শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৮ অপরাহ্ন
আজকের দিগন্ত অনলাইন ডেস্কঃ— আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, দ্রব্যমূল্য অস্থিতিশীল করার জন্য বিএনপি-জামায়াত জোট নোংরা রাজনীতি করছে। এক্ষেত্রে তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত।
আরও পড়ুনঃ রাজধানীর খিলক্ষেতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত
রবিবার সন্ধ্যায় ঢাকা থেকে সিরাজগঞ্জ আসার পথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে মুলিবাড়িতে শহিদ এম মনসুর আলীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সাংবাদিকদের এ সব কথা বলেন।
আরও পড়ুনঃ যশোরের বেনাপোলে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত
মোহাম্মদ নাসিম বলেন, মুক্ত বাজার অর্থনীতিতে দ্রব্যমূল্যের বাজার ওঠানামা করতেই পারে। বিএনপি চিরদিনই চক্রান্তের রাজনীতি করেছে। কোনো দিনই গণতান্ত্রিক পথে ফিরে আসার রাজনীতি করেনি, সেই পথে ক্ষমতায় আসার চিন্তাও করেনি। বিএনপি দ্রব্যমূল্য নিয়েও রাজনীতি শুরু করেছে। তারা লবণ নিয়ে চক্রান্ত করেছে, পেঁয়াজ নিয়ে চক্রান্ত করেছে। কিন্তু কোনো লাভ হয়নি। এই দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছেন। সরকার কাউকে ক্ষুধা নিয়ে রাজনীতি করতে দেবে না। বিএনপি শুরু থেকে নানা ষড়যন্ত্র করছে। লবণ, পেঁয়াজ ইস্যু করার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশ আলোকিত হয়েছে।
—: সূত্রঃ ইত্তেফাক :—
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply