শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৬:৪৬ পূর্বাহ্ন
নাটোর (বাগাতিপাড়া) থেকে আরিফুল হক রুবেলঃ— নাটোরের বাগাতিপাড়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দীন স্মৃতি বাক-শ্রবণ ও অটিষ্টিক-বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
আরও পড়ুনঃ শ্রীপুরে পুলিশ পরিচয়ে চার ছিনতাইকারী গ্রেপ্তার
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এ কম্বল তুলেদেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, জাসদের কেন্দীয় সদস্য বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, উপজেলা ওয়ার্কাস পার্টির সহ-সভাপতি মশিউর রহমান মানিক, লালপুর উপজেলার ওয়ালীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নূর এ আলম সিদ্দিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকারাম হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ী বেলাল উদ্দীন আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply