মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪১ অপরাহ্ন
নাটোর (বাগাতিপাড়া) থেকে আরিফুল হক রুবেলঃ— বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নাটোরের বাগাতিপাড়া পৌরসভার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনার মধ্য দিয়ে পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আরও পড়ুনঃ সাটুরিয়ায় ইভটিজিং এর অপরাধে এসএসসি পরীক্ষার্থীর ১ মাসের কারাদন্ড
এ উপলক্ষে রোববার দুপুরে পেড়াবাড়িয়া রেলগেট সংলগ্ন পূর্বপাশের বাজারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে নাটোর-১ ( লালপুর বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল প্রধান অতিথির বক্তৃতা করেন। অনুষ্ঠানে এক আলোচনা সভায় বাগাতিপাড়া পৌর মেয়র মোশাররফ হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাগাতিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম রাব্বি, উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল, মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায় প্রমুখ।
সভায় সাংসদ শহিদুল ইসলাম বকুল বলেন, সবাই নিজে পরিস্কার থাকুন এবং অন্যকে পরিচ্ছন্ন থাকার আহবান করুন। মাদক-সন্ত্রাসকে সমাজ থেকে পরিস্কার করে এই জনপদকে একটি আদর্শ জনপদে রূপান্তরে কাজ করছেন জানিয়ে এ কাজে তিনি সকলের সহযোগিতা চান।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply