মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১২:২৪ অপরাহ্ন
ঝালকাঠি (রাজাপুর) থেকে মোঃ সাইদুল ইসলামঃ–– জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ সারা পৃথিবীতে বাংলাদেশকে একটি মর্যাদার আসনে, একটি উচ্চ আসনে, একটি সম্মানের আসনে সমাহিত করেছেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারা বাংলাদেশে উন্নয়নের জোঁয়ার বইছে। কিন্তু একটি গোষ্ঠি যারা দূর্নীতির মাধ্যমে সম্পদের পাহার গড়েছে, মাননীয় প্রধানমন্ত্রী সেখানে কঠিনভাবে হস্তক্ষেপ করেছেন। বাংলার মাটিতে কোন দূর্নীতি বাজদের জায়গা হবে না এবং কোন সন্ত্রাসের জায়গা হবে না বলে হুশিয়ারি দিয়েছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন এমপি।
রবিবার বিকেলে উপজেলার শ্রীশ্রী সার্বজনীন দুর্গা মন্দির এলাকায় উপজেলার হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে শারদীয় দুর্গোৎসব ১৪২৬ উদ্যাপন উপলক্ষে উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন এই রাজাপুর কাঠালিয়ায় একদিন সন্ত্রাসের অভয়নগর ছিল কিন্তু আজকে একটি শান্তির অভয়নগর। এক সময় এই পূজা মন্ডবে যারা ছিলেন তারা পূজা করতে সাহস পায় নাই অনেক মন্ডবে কিন্তু জননেত্রী শেখ হাসিনা আবার ক্ষমতায় আসার পরে অত্যন্ত ঝাঁকজমক ভাবে সারাদেশে পূজা অনুষ্ঠিত হচ্ছে।
হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ’র ঝালকাঠি জেলা সভাপতি বাবু চন্দ্র শেখর হালদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু, ইউএনও মোঃ সোহাগ হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (রাজাপুর,কাঠালিয়া সার্কেল) মোঃ সাখাওয়াত হোসেন, বাবু নিত্যানন্দ সাহা সহ প্রমূখ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply