রবিবার, ০৪ Jun ২০২৩, ০৭:২৮ পূর্বাহ্ন
চট্রগ্রাম (বাঁশখালী) থেকে মোঃ আবদুল জববারঃ— বাঁশখালী সরকারি আলাওল কলেজে ৩ই অক্টোবর বৃহাস্পতিবার সকাল ১০ টায় কলেজের হল রুমে সরকারী আলাওল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধক্ষ্য মোহাম্মদ শাহা আলম আজাদ এর সভাপতিত্বে অভিবাবক সমাবেশ অনুষ্টিত হয়।
প্রধান অতিথি ছিলেন, সাংসদ ও অর্থ সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য শাহিদা আক্তার জাহান এবং বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নিবাহী কমকতা মোমেনা আক্তার, পৌরমেয়র আলহাজ্ব শেখ সেলিমুল হক চৌধুরী, বাঁশখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার কাজেমী, বাহারছড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, সরকারি আলাওল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম অভিবাবক ও ছাত্রলীগ এর বিভিন্ন নেতাকর্মী ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, আপনার ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে ঠিকমত আপনারা মনিটরিং করবেন মাতা পিতা যদি একটু সচেতন হয় প্রত্যেক ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করবে।
প্রধান অতিথির বক্তব্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ। কলেজের ছাত্র-ছাত্রীদের কে আমাদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা এমন এক জাতি যে জাতি ভাষার জন্য জীবন যৌবন যুদ্ধ করেছিলাম তার জন্য প্রথমে ভূমিকা রেখেছিল ছাত্র-ছাত্রীগণ। প্রত্যেক ছাত্র-ছাত্রীদের প্রতি আমার বিনীত আহ্বান থাকবে ঠিকমতো কলেজে গিয়ে পড়ালেখা ছালিয়ে যাবে। তখন ঐ বাঙালি জাতির স্বপ্ন পূরণ হবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply