মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ন
চট্রগ্রাম (বাঁশখালী) থেকে আবদুল জববারঃ— চট্রগ্রামের বাঁশখালী উপজেলায় ২৭ অক্টোবর সকাল ১২ ঘটিকা হইতে বাঁশখালী ডিগ্রী কলেজ মাঠে বাঁশখালী ক্রিকেট একাডেমি আয়োজিত বাঁশখালী ক্রিকেট একাডেমি (অনুর্ধ্ব ১৪) আশারাফুল একাদশ বনাম ফাহিম সিকদার একাদশের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় আশারাফুল একাদশ’কে ৯ উইকেটে বিশাল ব্যবধানে পরাজিত করে ফাহিম সিকদার একাদশ। ট্রসে জিতে ফাহিম সিকদার একাদশ প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন, নির্ধারিত ২৫ ওভারে ৯ উইকেট হারিয়ে আশারাফুল একাদশ ১৯৯ রান সংগ্রহ করে। দলের হয়ে আশারাফুল ৪৪, তানভীর ৩৬, সরকার ১৭, রাকিব ১৫, নোবেল ১৪, রাশেদ ৯* রান সংগ্রহ করেন। ফাহিম সিকদার একাদশের হয়ে শোয়াইব ৩টি ফয়সাল, মিনার ২টি ফাহিম সিকদার, মিনহাজ ১টি করে উইকেট লাভ করেন।জবাবে ফাহিম সিকদার একাদশ ২০০ রানের লক্ষে ব্যাট করতে নেমে তারেকের অপরাজিত ১০৩ সেঞ্চুরির সুবাদে ১৪.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ২০০ রান করে জয়ের বন্দরে পৌছে ফাহিম সিকদার একাদশ। দলের হয়ে, তারেক ১০৩* ফাহিম সিকদার ৫২* রিটার্ন, লতিফ ১৩, রান সংগ্রহ করেন।
উক্ত খেলায় ম্যান সেরা খেলোয়াড় নির্বাচিত হয় তারেক, তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছেন বাঁশখালী ক্রিকেট একাডেমির পরিচালক ও প্রধান কোচ মোহাম্মদ এরশাদ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply