বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৩, ১০:৫৬ অপরাহ্ন
চট্টগ্রাম (বাঁশখালী) থেকে আবদুল জববারঃ— বাঁশখালীতে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বাঁশখালী উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, ওলামালীগ ও মহিলা আওয়ামীলীগের উদ্যোগে বাঁশখালী বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে শুক্রবার বিকেলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর।
এতে প্রধান অথিতি ছিলেন, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাম্বল ইউনিয়ন চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বাঁশখালী উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক তপন দাশগুপ্ত, এড. তোফাইল বিন হোসাইন, শীলকূপ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল আকতার তালুকদার, পৌরসভা যুবলীগের আহবায়ক মোঃ হামিদুল্লাহ হমিদ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রয়ান জান্নাত, উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা আকতার হোসাইন, উপজেলা আওয়ামীলীগ নেতা জমশেদ আলী কোম্পানী, উপজেলা ছাত্রলীগ নেতা ইফতেখার হোসেন বাবু, মিজান সিকদার, ইমরুল হক চৌধুরী ফাহিম, নাঈম উদ্দিন মাহফুজ, মোঃ শহিদুল্লাহ, রিয়াজ, নিউটন, সাজ্জাদ, পৌরসভা ছাত্রলীগ নেতা রাকেশ দাশগুপ্ত, আতিকুর রহমান টিপু, সাঈদুর রহমান আবদুল মোমেন সাগর, অভি, রায়হান, রিপন, ছাএলীগ নেতা রুবেল প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেন, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম ছিলেন ন্যায় নীতি ও আদর্শের একজন মূর্ত প্রতীক। আমাদের সকলকে এই নেতার আদর্শে উজ্জীবিত হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করতে হবে। বর্তমানে দেশে ব্যাপক উন্নয়ন কর্মকা-পরিচালিত হচ্ছে। জাতির জনকের স্বপ্ন ছিল এদেশকে ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ হিসেবে গড়ে তোলা। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অকান্ত পরিশ্রম করে যাচ্ছেন। জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়তে তৃণমূলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply