মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৬:১৫ পূর্বাহ্ন
চট্রগ্রাম (বাঁশখালী) থেকে মোঃ আবদুল জববারঃ— বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি চট্রগ্রামের বাঁশশখালী উপজেলা সংসদের আওতাধীনস্ত চাম্বল ইউনিয়ন সংসদ কর্তৃক আয়োজিত অভিভাবক সন্মেলন ও আলোচনাসভা, শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান শনিবার বিকেলে দক্ষিণ চাম্বল সার্বজনীন শিবমন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র বেদমন্ত্র পাঠের মাধ্যমে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন অনুষ্ঠানের উদ্বোধক প্রবীন শিক্ষক রমেন্দ্র রায় চৌধুরী।
মনিন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা সুদর্শন দেব। তরুণ সংগঠক রাজীব দেবনাথের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাগীশিক বাঁশখালী উপজেলা সংসদের সভাপতি শিক্ষক শংকর প্রসাদ দাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বাগীশিক বাঁশখালী উপজেলা সংসদ সাধারণ সম্পাদক কাঞ্চন গুপ্ত, প্রকাশনা সম্পাদক বাবলা কান্তি দেব, সিনিয়র শিক্ষক বিমল কান্তি রুদ্র, গোরি শংকর চৌধুরী, লোহাগড়া বাগীশিক নেতা বসন্ত কুমার নাথ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাগীশিক চাম্বল ইউনিয়ন সভাপতি স্বরূপ দেবনাথ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বাগীশিক বাঁশখালী উপজেলা সংসদের অনুপম কান্তি দেব। এতে প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply