শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৯ অপরাহ্ন
চট্টগ্রাম (বাঁশখালী) থেকে আবদুল জববারঃ— চট্রগ্রামের বাঁশখালী উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ওলামালীগ, মহিলা আওয়ামী লীগের উদ্যোগে জলদি গার্লস স্কুল মিলনায়তনে রবিবার বিকাল ৩টায় জেল হত্যা দিবসে জাতীয় চার নেতা স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলামের পরিচালনায় ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, অর্থ সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেন, বাঙ্গালী জাতির ইতিহাসে আরেক কলঙ্কিত দিন রক্তঝরা জেলহত্যা দিবস। স্বাধীন বাংলাদেশর যে কয়টি দিন চিরকাল কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে তার একটি এই ৩রা নভেম্বর। যে কয়টি ঘটনা স্বপ্নের এই বাংলাদেশকে কাঙ্ক্ষিত অর্জনের পথে বাঁধা সৃষ্টি করেছে তারমধ্যে অন্যতমটি ঘটেছিল ১৯৭৫ সালের এই দিনে।বাঙ্গালী জাতিকে নেতৃত্বশুন্য করতে ৪২ বছর আগে ১৯৭৫ সালের ৩রা নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ জাতির চার মহান সন্তান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী ও বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহচর জাতির চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ, মন্ত্রীপরিষদ সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামান নির্মমভাবে হত্যা করা হয়। এর আগে একই বছরের ১৫ই আগষ্ট তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধুকে হত্যা করা হয়।পরাজিত শক্তির দোষর খন্দকার মোস্তফারা কারাগারে ঢুকেই এই চার নেতাকে হত্যা করে। সেই থেকে প্রতিবছর এ দিনটি জেলহত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহিদা আক্তার জাহান, মাষ্টার সামশুল আলম ছিদ্দিক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহি উদ্দিন চৌধুরী খোকা, কালিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শাহাদাত আলম, শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান ও প্রভাবশালী আওয়ামীলীগ নেতা মোহাম্মদ ইয়াছিন তালুকদার, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ, তপন দাশ গুপ্ত, পৌরসভা আওয়ামী লীগ নেতা নীল কন্ঠ দাশ, এডভোকেট তোফায়েল বিন হোসাইন, হামিদুল্লাহ হামিদ,নুর মোহাম্মদ আজাদ, মাওলানা আক্তার হোসেন, নাঈম হক মাহফুজ, ইমরুল হক চৌধুরী ফাহিম, রাকেশ দাশ গুপ্ত, নিউটন ধর, মিজানুর রহমান, শহীদ উদ্দীন, আতিকুর রহমান প্রমুখ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply