বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন
বীরগঞ্জ (দিনাজপুর) থেকে মোঃ রফিকুল ইসলামঃ বৈশ্বিক মহামারী করোনার নির্মমতায় পৃথিবীতে নেমে আসে বিষাদের ছায়া। মহামারীতে অনেক প্রিয়জন হারানোর বেদনায় বন্ধ হয়ে যায় বাঙ্গালীর আবহমান কালের উৎসব পালন। ফিকে হয়ে যায় বসন্ত এবং ভালবাসা দিবসের উৎসব মুখর দিনগুলি। এ সব দিবসকে ঘিরে মাঠে ফুলের চাষ থাকলেও ছিল না বিক্রি। এ কারণে আর্থিক ভাবে পরিবার পরিজন নিয়ে ক্ষতি মুখে ছিল ফুল চাষি ও ব্যবসায়ীরা।
করোনার মহামারীতে অন্যান্যদের মতো কঠিন সময় পার করতে হয়েছে ফুল চাষী ও ব্যবসায়ীদের। সে সময় ঢাকাসহ সারাদেশে বন্ধ ছিলো বিয়ে ও অন্যান্য দিবস উৎযাপনসহ সকল সামাজিক অনুষ্ঠান। কিন্তু এবার ভালোবাসা ও বসন্ত দিবস ঘিরে ব্যস্ত সময় পার করছে ফুল ব্যবসায়ীরা।
বৈশ্বিক মহামারী ও রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ এবং তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পের নির্মমতায় ব্যাপক প্রাণহানীর শোকে বিহব্বল বিশ্ববাসী। তবে এতো সবের পরেও এবার বসন্ত বরণ এবং বিশ্ব ভালবাসা দিবসকে ঘিরে নতুন করে আবার উৎচ্ছাসে মেতে উঠবে আমাদের তরুন সমাজ। তাদের উৎচ্ছাসকে রাঙ্গিয়ে তুলতে ব্যবস্ত সময় পার করছে দিনাজপুরের বীরগঞ্জের ফুল ব্যবসায়ীরা। পৌর শহরের বিভিন্ন মোড়ে মোড়ে বসেছে ফুলের দোকান। আর দোকানগুলিতে দিনভর ফুল প্রেমী মানুষদের ভিড় লক্ষ্য করা গেছে।
এই দুই দিবসকে ঘিরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বলে স্থানীয় ফুল চাষি মোঃ হযরত আলী জানান, এ বছর ফুলের ফলন যেমন ভাল হয়েছে। তেমনি দুই বছর পর ফিরেছে উৎসবের আমেজ তাই বিক্রি হচ্ছে ভালো।
ফুল দোকান মালিক কনক বিশ্বাস বলেন, এবার যেভাবে ফুলের চাহিদা লক্ষ্য করা যাচ্ছে তাতে বিগত বছরের ক্ষতি অনেকটাই পুষিয়ে নিতে পারবো। তবে প্রতিদিন ফুল ক্রেতা হিসেবে তরুণ-তরুনীরাই এগিয়ে রয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply