মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০২:৪৫ অপরাহ্ন
আজকের দিগন্ত প্রতিবেদকঃ— রাজধানীর বনশ্রীতে বর্ণালী মজুমদার বন্যার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারন শিক্ষার্থীরা।
রোববার (০৭ জুলাই) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্তরে এ মানববন্ধন কর্মসূচি পালিন করে শিক্ষার্থীরা। মানববন্ধনে বর্ণালীর মৃত্যুর সঠিক তদন্ত এবং দোষীদের দ্রুত বিচারের দাবী করেন।
গত ২ জুলাই মঙ্গলবার রাতে অচেতন অবস্থায় বর্ণালীর স্বামী মিথুন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বর্ণালীকে মৃত ঘোষণা করেন। তার স্বামী দাবি করেন বর্ণালী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এদিকে নিহত বন্যার পরিবার অভিযোগ করেন, মিথুন বিভিন্ন নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন। বিষয়টি জানতে পেরে বর্নালী প্রতিবাদ করলে মিথুন তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত।
এ ঘটনায় স্বামী মিথুন কে আসামী করে রামপুরা থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা করেন বর্ণালীর পরিবার।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply