বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ০৭:২০ পূর্বাহ্ন
বরগুনা থেকে মোঃ আবু বকর সিদ্দিকঃ— বরগুনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৫তম জন্মবার্ষিকী পালিত হয়।
এ উপলক্ষে বরগুনা জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি বরগুনার উদ্যোগে শিশুদের আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৮ অক্টবর শুক্রবার বিকাল আনুমানিক ২টা ৩০মিনিটিরে দিকে বরগুনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে, শিশুদের আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এস এস রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোসনেয়ারা চম্পা চেয়ারম্যান (জাতীয় মহিলা সংস্থা বরগুনা), বরগুনা প্রেসক্লাবের সভাপতি চিত্ত রঞ্জন শীল, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মনির হোসেন কামাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ আরো অনেকেই।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন, বরগুনা রোভার স্কাউটের সদস্য মোঃ সায়েম, গীতা থেকে পাঠ করেন, এনসিটিএফএর শিশু গবেষক ঋত্ত্বিক চন্দ্র সেন, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, এনসিটিএফ জেলা বলান্টিয়ার মোঃ জাহিদ হোসেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply