সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১২:২৪ পূর্বাহ্ন
বাগেরহাট (মোংলা) থেকে সজল দাসঃ— সুন্দর সমাজ গড়তে খেলাধুলার কোন বিকল্প নাই, শুধু খেলা ধুলা নিয়ে পড়ে থাকলে হবেনা, খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় ও মনোযোগী হতে হবে। আপনারা জানেন আগামী বছর আমরা মুজীব’বর্ষ পালন করবো সারাদেশে একযোগে পালন করা হবে বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী । জাতীর পিতার জন্ম শত বার্ষিকীতে এই খেলাধুলার ব্যবস্থাও থাকবে (ফুটবল)। আর এই শেখ রাসেল মিনি’স্টেডিয়ামকে আরো বৃহত্তর পরিসরে উন্নতি করতে যা যা করার দরকার সেটা করা হবে। আরো ধন্যবাদ জানাতে চাই উভয় দলের দলো নেতাদের ও খেলোয়ারদের একটা সুন্দর শান্তিপূর্ন খেলা উপহার দেয়ার জন্য। আমি ধন্যবাদ জানাতে চাই খেলা আয়োজক কমিটি সহ সংস্লিলিষ্ট সকল কর্মকর্তাদের।
মোংলা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ (অনুর্ধ -১৭) বালক ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট শুক্রবার (১৩ সেপ্টেম্বর) মোংলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আঃ খালেক।
এসময় উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু নিখিল চন্দ্র বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাহাত মান্নান, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর সালাম, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, মোংলা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, মোংলা পোর্ট পৌরসভার চেয়ারম্যান মোঃ জুলফিকার আলী, চাঁদপাই ইউ,পি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, বুড়িডাঙ্গা ইউ,পি বাবু নিখিল চন্দ্র রায়, সুন্দরবন ইউ,পি চেয়ারম্যান শেখ কবির উদ্দিন, সোনাইলতলা ইউ,পি চেয়ারম্যান নাজরিনা বেগম, উপজেলা ভাইচ চেয়ারম্যান ইকবাল হোসেন, পৌর যুবলীগের সভাপতি শেখ কামরুজ্জামান জসিম, মোংলা উপজেলার সাবেক ভাইচ চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ, চাঁদপাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোংলা পৌরসভার সকল কাউন্সিলার বৃন্দসহ বিভিন্ন ইউনিটের নেত্রিবৃন্দ।
ফাইনাল খেলায় সবুজ দলকে ৪-৩ গোলের ব্যবধানে পরাজিত করে লাল দল।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply