বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৬ অপরাহ্ন
মানিকগঞ্জ (সাটুরিয়া) থেকে আবুবকর সিদ্দিকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকির প্রতিবাদে মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহন করে।
মঙ্গলবার (২৩ মে) ১১ ঘটিকায় সাটুরিয়া ডাকবাংলো সম্মুখ থেকে সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সাটুরিয়া বাজার, বাসষ্টান্ড এলাকায়, প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাসষ্টান্ড এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্হানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে হত্যার হুমকি দেওয়া দেশদ্রোহিতার সামিল। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যতদিন রাজপথে আছে ততদিন শেখ হাসিনার দিকে আঙ্গুল তুলার দুঃসাহস যেন কেউ না পায়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply