মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৪:৩২ পূর্বাহ্ন
চট্রগ্রাম (রাঙ্গুনিয়া) থেকে মুহাম্মদ দেলোয়ার হোসাইনঃ— প্রত্যেক মুসলমান নর-নারীর উপর ইসলামী জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান হল মানুষের জীবন চলার পথে আলো। আলো ছাড়া যেমন কেউ পথ চলতে পারে না, তেমনি জ্ঞান ছাড়াও প্রকৃত মানুষ হিসেবে জীবনযাপন করা যায় না।
জ্ঞানী ব্যক্তিদের প্রশংসায় আল্লাহ রাব্বুল আলামীন ঘোষণা করেন, ‘‘আপনি বলুন, যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী নয় তারা কি সমান হতে পারে? তিনি আরো বলেন, জ্ঞানী লোকদের আল্লাহ তায়ালা উচ্চ মর্যাদা দান করবেন।
আরও পড়ুনঃ রাঙ্গুনিয়ায় কুরআন হেফজকারী শিক্ষার্থীদের দস্তারবন্দী অনুষ্ঠিত
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাধীন পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল ও বার্ষিক পুরস্কার বিতরণী সভায় শুভেচ্ছা বক্তব্য তিনি এ কথা বলেন।
পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার পরিচালনা পরিষদের সভাপতি ও রাঙ্গুনিয়া দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক জনাব, জসিম উদ্দীন মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবু তাহের আলকাদেরী, শুভেচ্ছা বক্তব্য রাখেন, মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুজিবুর হক কুতুবী, রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামের স্ট্যাডিঃ বিভাগের সহযোগী অধ্যাপক ও মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি ড. মাওলানা মুহাম্মদ আবদুল মাবুদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, মাদরাসার পরিচালনা পরিষদের সহ সভাপতি ও ইউপি সদস্য আবু তাহের মেম্বার, প্রতিষ্ঠাতা সদস্য আবদুল মান্নান সওদাগর, অভিভাবক প্রতিনিধি আনোয়ার আজিজ প্রমুখ।
আরও পড়ুনঃ “রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান”র চতুর্থ প্রতিষ্ঠাতা বার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন
সভায় বক্তব্যে রাখেন, মাদরাসার আরবী প্রভাষক মাওলানা এস.এম.মঈন উদ্দীন, ইতিহাস প্রভাষক কুতুব উদ্দিন, মাওলানা দিলদাল হোসাইন নঈমী, মাওলানা হাবিবুর রহমান, সহকারী শিক্ষক মোজাহেদুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুনঃ আওলাদে রাসূল ছৈয়দ মছিহুদ্দৌলা (ম.জি.আ) ছদারতে রাঙ্গুনিয়ায় সর্ববৃহৎ জশনে জুলুছ অনুষ্ঠিত
সভায় শেষে ২০১৮ সালে বার্ষিক পরীক্ষায় মেধাক্রমে ক্রমিক নম্বর ১.২ ও ৩ বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার তুলে দেয়া হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply