রবিবার, ০৪ Jun ২০২৩, ০৬:২৮ পূর্বাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ— প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সু-রক্ষা নিশ্চিত করনে জেলা পর্যায়ে সরকারের নীতি নির্ধারক ও স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানের সদস্যদের সাথে পলিসি বিষয়ক এক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক’র সম্মেলন কক্ষে এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আয়োজনে এ্যাডভোকেসী সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জিয়াউর রহমান।
সভায় আলোচ্য বিষয় নিয়ে পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ফিল্ড কো-অডিনেটর নাজমুল হোসাইন খান। প্রোগ্রাম কর্মকর্তা ইসরাত জাহান এর সঞ্চালনে সভায় বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম শাহজাদা, জেলা প্রতবন্ধী বিষয়ক কর্মকর্তা নয়ন মনি বিশ্বাস, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আঃ মোতালেব মোল্লা, ব্লাস্ট্রের সমন্বয়কারী এ্যাড. আবু বকর সিদ্দিকী, জেলা ব্র্যাকের ব্যবস্থাপক মোঃ নেফাজ উদ্দিন, কোডেকের ফোকাল পারসন আহমেদ উন-নববী, শিশু সু-রক্ষা কমিটি জেলা শাখার সভাপতি স.ম.দেলওয়ার হোসেন দিলিপ, এসডিএর নির্বাহী পরিচালক কে এম এনায়েত হোসেন, আভাসের ফিল্ড কো-অডিনেটর সাকিনা, শুকতারার পরিচালক মাহফুজা ইসলাম শারীরিক প্রতিবন্ধী মতিউর রহমান, আবুল কালাম আজাদ প্রমুখ। এ্যাডভোকেসী সভায় জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, প্রতিবন্ধী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply