মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন
নওগাঁ (পোরশা) থেকে সালাউদ্দীন আহম্মেদঃ— “নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের হ্রাস করি”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পোরশায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস- ২০১৯ পালিত হয়েছে।
রবিবার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কারিতাসের সামর্থ্য প্রকল্পের সহযোগীতা ও অংশগ্রহণে উপজেলা পরিষদ মিলনায়তনে এ দিবসটি পালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব অধক্ষ্য শাহ্ মোঃ মন্জুর মোরশেদ চৌধুরী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলজিইডি ইঞ্জিনিয়ার মাহফুজার রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী মিরন কুমার ও প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ দোস্তদার হোসেন প্রমুখ।
এসময় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বক্তারা। পরে চিত্রান্কন, র্যালী ও অালোচনা সভার মধ্য দিয়ে এক অনাড়ম্বরপূর্ন পরিবেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উৎযাপন করা হয়। অনুষ্ঠানে শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply