মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন
পুঠিয়া থেকে আরিফুল হক রুবেলঃ— রাজশাহীর পুঠিয়ায় উপজেলা ও পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকাল ৪ টায় উপজেলার বানেশ্বর ধানহাটা নামক স্থানে সভাটি অনুষ্ঠিত হয়।
পুঠিয়া উপজেলা বিএনপির সভাপতি আমিনুল হক মিন্টুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবদুল্লাহ্-আল-মামুন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল ও সদস্য সচিব বিশ্বনাথ সরকার।
দলীয় সূত্রে জানা গেছে, পুঠিয়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির পূর্বের কমিটি ভেঙ্গে দিয়ে দুইটি ইউনিটের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সম্ভাব্য নেতৃবৃন্দের নাম জেলাতে পাঠানো হয়েছে। সুবিধাজনক সময়ে জেলা কমিটি আহ্বায়ক কমিটি ঘোষণা করবেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, আঃ সাত্তার মন্ডল, জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু, সাবেক সাঃ সম্পাদক সাইদুর রহমান মন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত, জেলা সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক ওয়ালিউজ্জামান পরাগ, আবু বকর সিদ্দিক।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনসুর রহমান মাষ্টার, আলমগীর হোসেন আলম, রহমতউল্লাহ মাষ্টার, আবু হায়াত, একরামুল হক, জয়নাল আবেদীন, আব্বাস আলী, যুবনেতা নেফাউর রহমান সুমন। পৌর বিএনপির সভাপতি আসাদুল হক আসাদ, সাধারণ সম্পাদক বাবুল আকতার, পুঠিয়া থানা যুবদলের যুগ্ম-সম্পাদক আবুল বাসার জুয়েল, পৌর যুবদলের আহ্বায়ক রিপন রেজা ও রানা প্রমুখ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply