মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৬ পূর্বাহ্ন
রাজশাহীর (পুঠিয়া) থেকে আরিফুল রুবেলঃ— বৃহস্পতিবার দুপুরে পুঠিয়া উপজেলার বানেশ্বর পুর্বপাড়া এবং এর আশেপাশের এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওলিউজ্জামান মোবাইল কোর্ট পরিচালনা করার সময় সঙ্গীয় ফোর্স হিসেবে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রকের কার্যালয়, রাজশাহী খ সার্কেল এর একটি টিম। এ সময় এই ৫ জন ব্যক্তিকে মাদকদ্রব্য সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয়। আটককৃত ব্যাক্তিরা মোঃ ইসলাম (৫১), শান্ত (২২), শরিফুল (৩৮), শহিদুল (৩২) ও হাওয়ার (৩৫)।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আটককৃত সকলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৩ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ ব্যাপারে নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওলিউজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply