রবিবার, ০৪ Jun ২০২৩, ০৬:২৩ পূর্বাহ্ন
কিশোরগঞ্জ থেকে এমদাদুর রহমানঃ— কিশোরগঞ্জের পাকুন্দিয়া মোঃ সুজন মিয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১৪, সিপিসি ২ কিশোরগঞ্জ ক্যাম্পের মাদক বিরোধী অভিযানে পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজার থেকে তাকে আটক করা হয়।
এসময় তার সাথে ২৪টি বেয়ার ক্যান পাওয়া যায়। র্যাব ১৪ সিপিসি ২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ল্যাফটেন্টে কমান্ডার বিএনএম শোভন খানের নেতৃত্বে একটি চৌকস টিম রবিবার ৪ আগষ্ট রাত ৯ টায় এই অভিযান পরিচালনা করেন।
আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ সুজন মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের নোহা গ্রামের সোহরাব মিয়ার ছেলে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ সুজন মিয়া মাদক ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। এই ঘটনায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পাকুন্দিয়া থানায় মামলা দায়ের করা হচ্ছে বলে বিএনএম শোভন খান জানিয়েছেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply