মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন
কিশোরগঞ্জ থেকে এমদাদুর রহমানঃ— ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ান শিশুর মৃত্যুর ঝুকি কমান, এই স্লোগানকে সামনে রেখে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১১ জানুয়ারী ২০২০ পালন উপলক্ষে সারা বাংলাদেশের কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।
আরও পড়ুনঃ পাকুন্দিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
শনিবার সকাল ৮ ঘটিকার সময় পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্তরে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন পাকুন্দিয়া-কটিয়াদী আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা জমির মোঃ হাসিবুস সাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হাসান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক মোতায়েম হোসেন স্বপন, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুর রহমান, উপজেলার ১টি পৌর ও ৯টি ইউনিয়নের ২৫১টি ভ্যানুতে ক্যাম্পেইনের মাধ্যমে ৬-১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রংয়ের ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬-৫৯ মাস বয়সি সকল শিশুকে স্বসশ্র এলাকায় ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply