মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১১:৪৪ পূর্বাহ্ন
কিশোরগঞ্জ থেকে এমদাদুর রহমানঃ— কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক ইভটিজারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফুর রহমান। ২২ সেপ্টেম্বর রবিবার এই দন্ডাদেশ দেন। দন্ডিত ব্যক্তি হল পৌর সদর নামা লক্ষীয়া গ্রামের আঃ কাদিরের ছেলে ইয়াছিন (১৯)।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, রবিবার সকালে লক্ষীয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে ইভটিজার করার সময় এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে সহকারী কমিশণার ভূমি একেএম লুৎফুর রহমান তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে এই যুবককে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এই সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ পরিদর্শক তানভীর আহম্মেদ, ভূমি অফিসের তহসিলদার শাহ আলম।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply