বুধবার, ০১ ফেব্রুয়ারী ২০২৩, ০১:১২ অপরাহ্ন
গাইবান্ধা (পলাশবাড়ী) থেকে মাসুদ রানাঃ— গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে শোক র্যালী, কোরআন খানি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন সোমবার কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত হয়।
সকালে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও ইউনিয়ন আওয়ামীলীগ কর্মী সমর্থকদের এক বিশাল র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালীটি কাশিয়াবাড়ী বালিকা বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থী, দলীয় নেতা কর্মী ও সর্বস্তরের সমর্থকদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
বিকেলে অনুষ্ঠান আলোচনা সভায় সভাপতিত্ব করেন কিশোরগাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাহাবুর প্রধান। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধান, বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সহ-সভাপতি আলী রেজা মোস্তফা গোলাপ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, যুগ্ম সাধারন সম্পাদক আজাদুল ইসলাম, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল মিত্র, উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক মাহামুদজ্জামান প্রান্ত, উপজেলা আওয়ামী মৎস্যজীবীলীগ সভাপতি মনিরুজ্জামান রাসেল।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,অত্র ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু, ইউনিয়ন সাবেক সাধারন সম্পাদক মৃনাল কান্তি রায়, আওয়ামীলীগ নেতা আঃ রাজ্জাক, মোহম্মদ আলী, যুবলীগ সাধারন সম্পাদক শাহজাহান মিয়া, জেনারুল আহমেদ, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আসলাম প্রামানিক টুটুল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান স্বপন, তুষার চন্দ্র প্রমূখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক আতোয়ার রহমান।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply