শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৫ পূর্বাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ— পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পক্ষীয়া নামক স্থানে সড়ক দূর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে কাসেম প্যাদা (২৬) আউলিয়াপুর আবুল প্যাদার ছেলে। অপর জন নাঈম(২৩) গলাচিপা উপজেলার চর বিশ্বাস এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী শহিদুল ইসলামের ছেলে বলে জানা যায়।
পুলিশ সূত্রে জানা যায়, গলাচিপা থেকে একটি ছাগল ক্রয় করে তারা পটুয়াখলী আসছিলো। গভীর রাতে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পক্ষীয়া নামক জায়গায় মোটর সাইকেলটি দূর্ঘটনা কবলিত হলে ঘটনাস্থলেই তারা দুই জন নিহত হয়। এ সময় তাদের ক্রয় করা ছাগলটিও মারা যায়। পরে টহল পুলিশ ভোর রাত আনুমানিক ৫টার দিকে তাদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে আসে। তবে কিভাবে দূর্ঘটনা ঘটেছে সে বিষয়ে পুলিশ কিছুই জানাতে পারেনি।
এবিষয়ে পটুয়াখালী থানার এএসআই হাসান বশির জানায়, কাসেম ও নাঈম রাতে ছাগল নিয়ে দ্রুত বেগে মটরসাইলেক চালিয়ে আসার সময় মনে হয় অপর দিক থেকে আসা কোন গাড়ির লাইটের আলো তাদের চোখে পড়ায় তারা নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে মেরে দিয়ে এ দূর্ঘটনা ঘটে। তাদের মটরসাইকেলটি ভেঙ্গে দুমরেমুচরে গেছে এবং তারা ঘটনাস্থলেই মারা যায়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply