শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৮ অপরাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ— “আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ পুষ্টিকর খাদ্যেই হতে পারে ক্ষুধামুক্ত পৃথিবী” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও খাদ্য বিভাগের সহযোগিতায় জেলা প্রশাসনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
১৬ অক্টোবর বুধবার সকালে উক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলামের নেতৃত্বে সার্কিট হাউজ প্রাঙ্গন হতে র্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক দরবার হলে জেলা কৃষি সম্প্রসার অধিদপ্তরের উপ-পরিচালক হৃদয়েশ্বর দত্তের সভাপতিত্বে ও সদর উপজেলা কৃষি অফিসার মার্জিনারা মুক্তার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বি.এম শফিকুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন এনজিও প্রতিনিধি শুকতারা পরিচালক মাহফুজা ইসলাম, জাতীয় পর্যায় ১৩তম পুরস্কার প্রাপ্ত কৃষক কাজী আনিসুর রহমান। দিবসের প্রতিপাদ্য “আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ পুষ্টিকর খাদ্যেই হতে পারে ক্ষুধামুক্ত পৃথিবী” এর মূল প্রবন্ধটি প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ রফিকুল ইসলাম।
অপর দিকে “আসুন সম্পদ ও ফসল রক্ষায় সম্মিলিতভাবে ইঁদুর নিধন করি” এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০১৯ জেলা পর্যায় উদ্বোধন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা জেলা কৃষি সম্প্রসারণ ও খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর সহায়তায় জেলা প্রশাসন উদ্যোগে সার্কিট হাউজ প্রাঙ্গন হতে র্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে দরবার হলে জেলা কৃষি সম্প্রসার অধিদপ্তরের উপ-পরিচালক হৃদয়েশ্বর দত্তের সভাপতিত্বে ও সদর উপজেলা কৃষি অফিসার মার্জিনারা মুক্তার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বি এম শফিকুল ইসলাম। আরও বক্তব্য রাখেন এনজিও প্রতিনিধি শুকতারা পরিচালক মাহফুজা ইসলাম, জাতীয় পর্যায় ১৩তম পুরস্কার প্রাপ্ত কৃষক কাজী আনিসুর রহমান।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply