শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৩, ০৬:৫৫ পূর্বাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ— ‘দুর্নীতিবাজদের রুখে দাও-শেখ হাসিনা এগিয়ে যাও’ এই শ্লোগানকে সামনে রেখে দেশপ্রেমিক জাগ্রত জনতার ব্যানারে সরকারের চলমান দুর্নীতি বিরোধী অভিযানকে সমর্থন জানিয়ে পটুয়াখালীতে দুর্নীতি বিরোধী সমর্থন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০.৩০মিঃ এর সময় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী এ সমাবেশে শহরের বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, এনজিও, সংবাদকর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহণ লক্ষ করা গেছে।
সমাবেশ থেকে সরকারের বর্তমান সময় দুর্নীতি বিরোধী এ অভিযান ক্ষনস্থায়ী না হয়ে যাতে দির্ঘ্যস্থায়ী পরিচালিত হয়ে দুর্নীতিগ্রস্থদের বিচারের আওতায় আনার পাশাপাশি পটুয়াখালী জেলায়ও এ অভিযানের আহবান জানানো হয়।
পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি খন্দকার ফরহাদ জামান বাদলের সঞ্চালনায় এ মানববন্ধনে বক্তব্য রাখেন সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর জাফর আহমেদ, বিশিস্ট লেখক সাহিত্যিক রাধে শ্যাম দেবনাথ, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বিশিস্ট আবৃতিকার মোঃ শাহজাহান খান, প্রেসক্লাবের আহবায়ক স্বপন ব্যানার্জী সহ অরো অনেকে।
মানববন্ধনে সম্প্রতি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস, জঙ্গিবাদ ও লুটপাটের বিরোধী অভিযান সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানানো হয়।
প্রধানমন্ত্রীর এ দুর্নীতি বিরোধী অভিযানে সর্বাত্মকভাবে সমর্থন ও সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা সহ মানববন্ধনে অংশগ্রহণকারী কয়েকশো মানুষ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply