শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১২:১২ অপরাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ— পটুয়াখালীতে ১১ জানুয়ারী জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনে এক হাজার ৮২১ টি কেন্দ্রে দুই লক্ষ ৪৬ হাজার ৪৫ শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫,৭০১ শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২,২০,৩৪৪ শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে। এ ছাড়াও সরকারী ও বেসরকারী সংগঠনের ভ্রাম্যমান টিম বিভিন্ন স্থানে উক্ত বয়সী শিশুদের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়াবে।
আরও পড়ুনঃ শুটকি পল্লীতে ব্যস্ত সময় পার করছেন অঞ্জলী রানী
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পটুয়াখালী পৌরসভাসহ জেলার ৮টি উপজেলায় ১,৮২৭টি কেন্দ্রে ২৩৮ জন স্বাস্থ্য কর্মী, ২৪২ জন পরিবার পরিকল্পনা কর্মী, ১৯১ জন সিএসিপি কর্মীসহ ৩,২৪৮ জন সেচ্ছাসেবক ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়াবে।
মঙ্গলবার সকাল ১০ টায় সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবনের সভাকক্ষে জেলা পর্যায়ে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানান কর্মশালার সভাপতি ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আঃ মোনায়েম সাদ। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সুমন কুমার বালা, প্রেসক্লাবের আহবায়ক স্বপন ব্যানার্জী, প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক গণদাবীর সম্পাদক গোলাম কিবরিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইত্তেফাক প্রতিনিধি মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, বৈশাখী টিভির প্রতিনিধি আবদুস সালাম আরিফ, ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি নিনা আফরিন প্রমুখ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply